বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান (জাতীয়করণ) অধ্যাদেশ ১৯৭২ (প্রেসিডেন্ট অর্ডার নং ২৭ অব ১৯৭২) অনুযায়ী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গঠন করা হয়। বর্তমানে আইনটি বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৮ নামে অভিহিত। প্রারম্ভিক ভাবে বাংলাদেশ স্টীল মিলস্ করপোরেশন ও বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ৬২টি শিল্প প্রতিষ্ঠান নিয়ে বিএসইসি কার্যক্রম শুরু করে। পরে বিএসইসি নিজস্ব উদ্যোগে ১৯৮৪ সালে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ প্রতিষ্ঠা করে। বর্তমানে করপোরেশনের ব্যবস্থাপনায় ৯ টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে এটলাস বাংলাদেশ লিঃ, ন্যাশনাল টিউবস লিঃ এবং ইস্টার্ন কেবলস লিঃ এর ৪৯% শেয়ার অফলোডকৃত। বাকী শিল্প প্রতিষ্ঠানসমূহ ইস্টার্ন টিউবস লি., গাজী ওয়্যারস লি., জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং কোং. লি., প্রগতি ইন্ডাস্ট্রিজ লি., বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি., এবং ঢাকা স্টীল ওয়ার্কস লি. এর ১০০% শেয়ার বিএসইসি’র তথা সরকারের। এছাড়া্ ২০১৩ সালে জাপানরে হোন্ডা (৭০% শয়োর) ও বএিসইসি (৩০%শয়োর)-এর সাথে জয়ন্টে ভঞ্চোরে বাংলাদশে হোন্ডা প্রাইভটে লি. স্থাপন করা হয়ছে। এছাড়াও চট্টগ্রামস্থ দি জেনারেল ইলকেট্রিক কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নামক কোম্পানীতে ২৫.৪৭% শেয়ার বিএসইসি’র রয়েছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিএসইসি’র নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান সমূহের মধ্যে ইস্টার্ন কেবলস লি. বৈদ্যুতিক কেবলস, জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং কোং লি. বৈদ্যুতিক ট্রান্সফরমার, ইস্টার্ন টিউবস লি. বিভিন্ন ওয়াটের ফ্লোরেসেন্ট টিউব লাইট, সিএফএল বাল্ব ও এলইডি বাল্ব, গাজী ওয়্যারস লি. সুপার এনামেল কপার ওয়্যার, ইত্যাদি উৎপাদন করে দেশের বিদ্যুৎ বিতরণ খাতে অবদান রাখছে। প্রগতি ইন্ডাষ্ট্রিজ লি. বাস, ট্রাক, জীপ এবং এটলাস বাংলাদেশ লি. মোটর সাইকেল ইত্যাদি সংযোজনপূর্বক সরবরাহ করে দেশে পরিবহন ব্যবস্থায় অবদান রাখছে। বিএসইসি’র শিল্প প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লি. পানি, গ্যাস, তৈল সঞ্চালন কাজে ব্যবহার উপযোগী জিআই/এমএস/ এপিআই পাইপ উৎপাদন করে। এছাড়াও ঢাকা স্টীল ওয়াকর্স লি. এমএস রড এবং বাংলাদেষ ব্লেড ফ্যাক্টরী লি. সেফটি রেজর ব্লেডও উৎপাদন করে থাকে।