রূপকল্প (Vision)
ইস্পাত ও প্রকৌশল পণ্য উৎপাদনে উন্নত স্মার্ট সংস্থা
অভিলক্ষ্য (Mission)
উৎপাদন ও বিপণনে উৎকর্ষতা বৃদ্ধি, টেকসই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার, দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ও 4IR উপযোগী দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিএসইসিকে প্রতিযোগিতা সক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা।
কর্মসম্পাদনের ক্ষেত্র (সংশ্লিষ্ট অফিস কর্তৃক নির্ধারিত):
১. শিল্প প্রতিষ্ঠানসমূহে বাজেট লক্ষ্যমাত্রা অনুযায়ী মানসম্পন্ন পণ্য উৎপাদন নিশ্চিত করা;
২. শিল্প প্রতিষ্ঠানসমূহে বাজেট লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্যের বিক্রয়, মোট মুনাফা বৃদ্ধি এবং লোকসানী প্রতিষ্ঠানের লোকসান হ্রাস করা;
৩. নতুন শিল্প স্থাপন, প্রতিষ্ঠানমূহের অবকাঠামোগত ও কারিগরি উন্নয়ন এবং দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধি করা;
৪. প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা
সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র :
১) সুশাসন ও সংষ্কারমূলক কার্যক্রম জোরদারকরণ
কার্যাবলি: (আইন/বিধি দ্বারা নির্ধারিত কার্যাবলী)
১. শিল্প প্রতিষ্ঠানসমূহের বার্ষিক উৎপাদন, বিক্রয়, মুনাফার লক্ষ্যমাত্রা এবং সক্ষমতা নির্ধারণ;
২. পণ্যের সুরক্ষার জন্য আর্থিক এবং ট্যাক্স ব্যতিক্রমসমূহ অপসারণের জন্য শিল্প মন্ত্রণালয় তথা সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা;
৩. করপোরেশন এবং প্রতিষ্ঠানসমূহে পণ্য অভিযোজন উন্নীতকরণ, প্রচার এবং পণ্যের উন্নয়ন-বিকাশসহ সামগ্রিক স্বনির্ভরতা অর্জনে রিসার্চ অ্যান্ড ডেভলোপমেন্ট এবং ইনোভেশন কার্যক্রম গ্রহণ;
৪. উৎপাদনশীলতা বৃদ্ধির নিমিত্ত প্রধান কার্যালয়সহ নিয়ন্ত্রিত শিল্প প্রতিষ্ঠানসমূহের সকল পর্যায়ের কর্মচারিকে দক্ষতা, সততা ও বিশ্বস্ততার সাথে কাজ করার জন্য অনুপ্রাণীতকরণ;
৫. শিল্পের উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা এবং ব্যবস্থাপনার যোগ্যতাসম্পন্ন জনশক্তির সক্ষমতা বৃদ্ধিতে কর্ম ক্ষেত্রে প্রশিক্ষণ/কর্মশালা’সহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাকরণ;
৬. দেশে-বিদেশে পণ্যের বাজার অন্বেষণ, বিক্রয় এবং প্রচার সম্পর্কিত কার্যক্রম;
৭. বিএসইসি’র উৎপাদিত পণ্য রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা;
৮. দ্রুত শিল্প বিকাশের জন্য করপোরেশনের সর্বাধিক মুনাফা অর্জন এবং রাষ্ট্রীয় কোষাগারে অর্থের যোগান;