গত ৩০/০১/২০২০ তারিখে বিএসইসি'র চেয়ারম্যান(গ্রেড-১) জনাব মোঃ রইছ উদ্দিন সংস্থার আওতাধীন টংগীস্থ ৪টি শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লি., বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লি., ন্যাশনাল টিউবস লি. এবং ঢাকা স্টীল ওয়াকর্স লি. পরিদর্শন করনে। পরিদর্শণ শেষে প্রত্যেক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। সভায় তিনি শিল্প প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন।
ঢাকা স্টীল ওয়াকর্স লি. |
এটলাস বাংলাদেশ লি. |
ন্যাশনাল টিউবস লি. |