গত ২৩/১০/২০১৮ তারিখে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সাথে বিএসইসি'র একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি'র চেয়ারম্যান জনাব মিজানুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন বিএসইসি'র পরিচালকমন্ডলী, সচিব-বিএসইসি, মনিটরিং সেল অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি বৃন্দ। সভায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি বাংলাদেশের SOE(State woned Enterprise) এর ব্যবস্থাপনা পলিসি, performanc evaluation system, performanc evaluation system উন্নয়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপ, বাংলাদেশের SOE(State woned Enterprise) performanc evaluation system এর কি পদক্ষেপ গ্রহগণ করতে চায় এ বিষয় গুলি সম্পর্কে অবগত হতে চায়। সে পরিপ্রেক্ষিতে বিশ্ব ব্যাংক প্রতিনিধির নিকট উল্লিখিত বিষয় গুলির সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করা হয়। পরবর্তীতে বিশ্ব ব্যাংক প্রতিনিধি'র সাথে বিএসইসি'র বিভিন্ন বিষয়ে মতামত আদান -প্রদানসহ নলেজ শেয়ার করা হয়। বিএসইসি প্রধান কার্যালয়ে সভা শেষে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল বিএসইসি'র প্রতিনিধি দল বিএসইসির নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিঃ এবং ন্যাশনাল টিউবস লিঃ পরিদর্শন করেন।