Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০১৮

এটলাস বাংলাদেশ লিমিটেডের সাথে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের করপোরেট পার্টনার সমঝোতা স্মারক স্বাক্ষর। বিস্তারিত...


প্রকাশন তারিখ : 2018-05-24

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিঃ এর সাথে করপোরেট পার্টনার সমঝোতা স্মারক (MOU) করেছে টিভিএস অটো বাংলাদেশ লিঃ। আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন।

শিল্পমন্ত্রী উপস্থিতিতে এটলাস পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম কামরুল ইসলাম এবং টিভিএস এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আব্দুল্লাহ্। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান, পরিচালক (অর্থ) জনাব কামাল উদ্দিন, টিভিএস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জে. একরাম হোসেন, উপদেষ্টা জনাব মোঃ আনছার আলী খানসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই বছর মেয়াদী এ সমঝোতা চুক্তি অনুযায়ী এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ করপোরেট পার্টনার হিসাবে কাজ করবে। টিভিএস থেকে এটলাস বাংলাদেশ লিঃ বছরে ১৫ থেকে ২০ হাজার মোটর সাইকেল সিকেডি (CKD) বা সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় ক্রয় করে তা এটলাসের নিজস্ব কারখানায় সংযোজনপূর্বক বিক্রয় করবে। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক আগ্রগিতর পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ও ট্যাক্সবাবদ প্রায় ১৫ কোটি টাকা জমা হবে। এছাড়া বাজার চাহিদা বিবেচনায় শীঘ্রই এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ যৌথভাবে বাংলাদেশ মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ উৎপাদনের বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিঃ এর জন্য সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং এনজিওগুলোর মধ্যে সরকারি ক্রয় পদ্ধতি (DPM) এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (OTM) মোটরসাইকেল সরবরাহ সুযোগ রয়েছে। আজ সমঝোতা স্মারক স্বাক্ষেরের ফলে এখন থেকে এটলাস বাংলাদেশ লিঃ এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরাসরি মোটরসাইকেল সরবরাহ করতে পারবে।