২১/০৯/২০২১ ও ২২/০৯/২০২১ দু'দিন ব্যাপী বিএসইসি'র ব্যবসা সম্মেলন ২০২১ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দু'দিন ব্যাপী এ সম্মেলনে বিএসইসি'র পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং নিয়ন্ত্রণাধীন ৯টি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বিএসইসি'র চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি জানান যে, এরকম ব্যবসাসহায়ক সম্মেলন প্রতি তিন মাস অন্তর অন্তর আয়োজন করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানগণ স্বল্প, মধ্য ও দীর্ষমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। তিনি কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে লোকসানী শিল্প প্রতিষ্ঠানসমূহের লোকসান হ্রাস ও ক্রমান্বয়ে লাভজনকে উন্নীত করার কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।