নতুন যোগদানকৃত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব বিএসইসি প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারির সাথে একটি মতবিনিময় সভা করেন। তিনি গত ২৮/০২/২০১৮ তারিখে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন এবং ০৭/০৩/২০১৮ তারিখে বিএসইসি'র দায়িত্বভার গ্রহণ করেন। তিনি অদ্য(০৮/০৩/২০১৮) বিএসইসি প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারির সাথে বিকাল ৩.০০ টায় একটি মতবিনিময় সভা করেন। সভায় কর্মকর্তা-কর্মচারির পক্ষ হতে বিএসইসি'র নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চেয়ারম্যান, বিএসইসিকে অবহিত করা হয়। চেয়ারম্যান, বিএসইসি শিল্প প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং বিএসইসি'র সার্বিক উন্নয়নে সকল কর্মকর্তা-কর্মচারির সহযোগিতা কামনা করেন।