বিএসইসি'র নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড রাষ্টায়াত্ব শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরীতে দ্বিতীয় বারের মতো অর্জন করল "National Productivity and Quality Excellence Award-2017". শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু , এমপি নিকট হতে পুরষ্কার গ্রহণ করছেন বিএসইসি'র চেয়ারম্যান মিজানুর রহমান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবুল খায়ের সরদার ।