চেয়ারম্যান বিএসইসি জনাব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম(এটুআই), প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক আযোজিত মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরের কর্মকর্তাদের জন্য " উদ্ভাবন পাইলট প্রকল্প ডিজাইন" শীর্ষক কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন। কর্মশালাটি ২০-২২মে ২০১৮ পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ, খামারবাড়ী ঢাকায় অনুষ্ঠিত হয়।