বিএসইসি'র নিজস্ব জায়গায় কৃষি যন্ত্রপাতি(পাওয়ার টিলার/হ্যান্ড ট্রাক্টর) উৎপাদন করাখানা স্থাপনের নিমিত্ত "ফিজিবিলিটি স্টাডি অব এগ্রো মেশিনারীজ প্রজেক্ট -এর সাম্ভাব্যতা যাচাই"- শীর্ষক প্রকল্পের প্রাথমিক সভা বিএসইসি'র চেয়ারম্যান জনাব মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কমাল উদ্দিন আহমেদ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ ইফতেখারুল আলম, ডীন ফ্যাকালটি অব অ্যাগরিবিজনেস ম্যানজেমেন্ট প্রফেসর ড. মোহাম্মদ মিহাজুল হক কাজল, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অব এগরি স্টাটিকটিস জনাব প্রফেসর নুর মোঃ রহমতুল্লাহ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব মোঃ মোমেনুল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন বিএসইসি'র পরিচালক(অর্থ) জনাব আনিস-উল-হক ভূইয়া, পরিচালক(উৎপাদন ও প্রকৌশল) জনাব খালেদ মামুন চৌধুরী, পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ আশিকুর রহমান, এফএমপিই, বিএআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আইয়ুব হোসেইন, কৃষি মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব এগরি এক্সটেনসন(ডিএই) জনাব মোহাম্মদ রুবাইয়াত-উর-রহমান, কসমো ইঞ্জিনিয়ারিং কন্সালটিং ্অ্যান্ড ইনডেন্টিং ফার্ম এর সিইও প্রকৌশলী মোঃ মফিজউদ্দিন, বিসিআইসি'র অসরপ্রাপ্ত সিনিয়র জেনারেল ম্যানেজার(কনট্রাকশন) প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দাসসহ বিএসইসি'র অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ।