বিএসইসি-তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
প্রকাশন তারিখ
: 2021-08-15
বিএসইসি-তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের শুরুতে্ সূর্য্যদোয়ের সাথেসাথেই ভবনস্থ জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। বিএসইসি প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সকাল ৮:০০ ঘটিকায় পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিএসইসি’র পরিচালক বাণিজ্যিক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এ কে মহিউদ্দিন আহমদ। পরিচালক অর্থ জনাব মো: মনিরুল ইসলাম, সচিব জনাব এ কে এম আনোয়ার মোর্শেদসহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্থরের কর্মচারীবৃন্দ। এরপর বিএসইসির চেয়ারম্যান মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগণ শিল্প মন্ত্রণালয়ে নির্ধারিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিএসইসি ভবনস্থ মসজিদে যোহর নামাজ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তবারক বিতরণ করা হয়।
জাকিয়া সুলতানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন।(বিস্তারিত)
চেয়ারম্যান, বিএসইসি
জনাব এম.এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব,চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন।