সৌদি কোম্পানী রিয়াদ ক্যাবলস গ্রুপের সাথে বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে শিল্প মন্ত্রণালয়ে একটি wrap-up meeting অুনষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ, বিএসইসি’র চেয়ারম্যান জনাব মিজানুর রহমান, বিএসইসি’র পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। রিয়াদ ক্যাবলস গ্রুপ কোম্পানি'র পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ মার্কেটিং ডিরেক্টর জনাব বাসাম নায়েস, বিজিনেস ডেভলোপমেন্ট ম্যানেজার প্রকৌশলী মুয়াজ অ্যালুউনেস।
শিল্প মন্ত্রণালয়ের সভা শেষে রিয়াদ ক্যাবলস গ্রুপের প্রতিনিধিবৃন্দ বিএসইসি প্রধান কার্যালয়ে বিএসইসি’র আওতাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ বিষয়ে একটি wrap-up meeting করেন। উল্লেখ্য যে, ইতোপূর্বে প্রতিনিধি দল বিএসইসি’র শিল্প প্রতিষ্ঠান জিইএমকো পরিদর্শন করেন।