অদ্য ন্যাশনাল টিউবস লি. (এনটিএল) এর ৫৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি'র চেয়ারম্যান ও কোম্পানী বোর্ড চেয়ারম্যান, এনটিএল জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি। সভায় প্রতিষ্ঠানের উন্নয়ন ও লাভজনকে পরিনথ করতে সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে আলোচনাে ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।