Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২১

ধানমন্ডি’র ৩২ নম্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে চেয়ারম্যান বিএসইসি’র শ্রদ্ধা নিবেদন


প্রকাশন তারিখ : 2021-08-28
 
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মো: শহীদুল হক ভূঁঞা, এনডিসি আজ ধানমন্ডি’র ৩২ নম্বরে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে বিএসইসি’র সচিব জনাব এ কে এম আনোয়ার মোর্শেদ এবং জনসংযোগ কর্মকর্তা জনাব আলাউদ্দীন মৃধা উপস্থিত ছিলেন।
 
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করেন। বিএসইসি বঙ্গবন্ধুর সৃষ্টি।
 
বঙ্গবন্ধু ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও গ্রাম সহায়তা দপ্তরের মন্ত্রী ছিলেন। কোয়ালিশন সরকারের শিল্পমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো। তিনি তৃণমূল পর্যায়ে শ্রমঘন শিল্পায়নের ধারা বেগমান করে টেকসই ও সৃষম অর্থনৈতিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন।