অদ্য এটলাস বাংলাদেশ লিঃ(এবিএল)-এর ৪০৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন বিএসইসি'র নতুন যোগদানকৃত চেয়ারম্যান ও এবিএল-এর কোম্পানী বোর্ডের চেয়ারম্যান জনাব মিজানু রহমান। সভায় চেয়ারম্যান মহোদয়কে বোর্ডের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জনান জনাব আবুল কাশেম, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয় ও পরিচালক, এবিএল কোম্পানী বোর্ড। সভায় এবিএল-এর বর্তমান ব্যবসায়িক অবস্থা এবং ব্যবসার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে চেয়ারম্যান, বিএসইসি এবিএল কারখানা পরিদর্শণ করেন।