Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০১৮

প্রি পেইড মিটার তৈরি করতে যাচ্ছে দেশের একমাত্র ট্রান্সফরমার নির্মাতা সরকারি প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি. বিস্তারিত----


প্রকাশন তারিখ : 2018-01-21

 

প্রি পেইড মিটার তৈরি করতে যাচ্ছে দেশের একমাত্র ট্রান্সফরমার নির্মাতা সরকারি প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি. (জিইএম প্লান্ট হিসেবে পরিচিত)। গতকাল (বৃহস্পতিবার) সকালে পতেঙ্গাস্থ জিইএম কোম্পানীতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক সই হয়েছে। জিইএম প্লান্টের অভিভাবক সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সচিব ড. মোঃ আমিরুল মমিন এবং বেসরকারি প্রতিষ্ঠান কনফিডেন্স ইলেট্রোমেক লিমিটেডের (সিইএমএল) পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান এ স্মারকে সই করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত জিইএম প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসইসি’র চেয়ারম্যান সীমা সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইস্টার্ন কেবলস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার উষাময় চাকমা, গাজী ওয়্যারস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সবুর, প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে জিএম প্লান্টের প্রশাসন বিভাগীয় প্রধান সুলতান আহম্মেদ ভূঁইয়া, বাণিজ্যিক বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আবদুল মালেক মোড়ল, উৎপাদন ও কারিগরি বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, হিসাব বিভাগীয় প্রধান নুরুল আনোয়ার চৌধুরী, ইঞ্জিনিয়ার সাখাওয়াৎ হোসেন, ইঞ্জিনিয়ার মো. হায়াত মাহমুদ, উর্ধ্বতন বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান, সিপিএল ও পিপিসির ইনচার্জ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, সিভিল ইনচার্জ ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম সীমা সাহা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বিএসইসি বলেন ‘সম্ভাবনা এবং সক্ষমতা থাকা সত্ত্বেও নানান প্রতিবন্ধকতার কারণে জিইএম প্লান্ট এগুতে পারছে না। শেখ হাসিনা সরকার শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জিইম প্লান্টকে স্বনির্ভর করার পদক্ষেপ নেয়া হচ্ছে। নতুন প্রি-পেইড মিটার তৈরি তারই সংযোজন। প্লান্টটি এগিয়ে গেলে চট্টগ্রাম তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের আমত্মরিকতার সাথে সহযোগিতা করতে হবে।’

প্রাথমিকভাবে সিঙ্গেল ফেইজ ও থ্রি ফেইজ প্রি পেইড মিটার প্রস্তুত ও বাজারজাতকরণের লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে।