Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২১

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালন উপলখ্যে বিএসইসি'র চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূাঁঞা, এনডিসি মহোদয়ের সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-09-14

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। ‘শেখ রাসেল দিবস’ যথযথ মর্যাদায় পালনের নিমিত্ত বিএসইসি'র চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূাঁঞা, এনডিসি মহোদয়ের সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিএসইসি'র পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া ও ভার্চুয়াল zoom মাধ্যমে বিএসইসি'র আওতাধীন চালু ৯টি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সংযুক্ত ছিলেন। সভায় চেয়ারম্যান মহোদয় বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল-এর স্মৃতিচারন করেন। তিনি দিবসটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে যথাযথ মর্যাদায় বিশেষভাবে পালনের নির্দেশ প্রদান করেন। তিনি শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ বিশেষ দোয়া আয়োজনের মত প্রদান করেন। তিনি  শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ কে জাতীয় নির্দেশনা ও বিএসইসি'র অনুষ্ঠানমালার সাথে সংগতি রেখে স্ব-স্ব প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে, সভায় বিএসইসিতে দিবসটি যথাযথ পালন ও কার্যক্রম মনিটরিং এর জন্য বিএসইসি'র একজন পরিচালকের সভাপতিত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।