শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা শনিবার (৭ আগস্ট) গাজীপুর জেলায় অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের অধীন ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) কারখানাসমূহ- এটলাস বাংলাদেশ লি., বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি., ঢাকা স্টিল ওযার্কস লি., ন্যাশনাল টিউবস লি. এবং রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্প এলাকা, পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় সভা করেন। বিএসইসি’র চেয়ারম্যান(গ্রেড-১) জনাব মো: রইছ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। সচিব মহোদয় বলেন শিল্প কারখানাসমূহের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিপণন ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে । কলকারখানাগুলোর সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে, প্রতিষ্ঠানের লোকসান কমিয়ে, লাভজনক করতে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এছাাড়ও তিনি বলেন গ্রাহকের পছন্দ ও বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্য উৎপাদন বৃদ্ধিসহ শিল্পকারখানার উৎপাদিত পণ্যের গুণগত বৈশিষ্ট্য সংবলিত বিজ্ঞাপণ বাড়াতে হবে এবং সর্বোপরি নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
ন্যাশনাল টিউবস লি. | |
এটলাস বাংলাদেশ লি | |
বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি. | |
ঢাকা স্টিল ওযার্কস লি. | |
রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্প | |