Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২২

চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এর সাথে ৪২ লাখ ইউএস ডলারের রপ্তানি চুক্তি স্বাক্ষর করল রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস


প্রকাশন তারিখ : 2022-07-04

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর সভাকক্ষে চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং ইস্টার্ন কেবসল লি.-এর মধ্যে ৪২ লাখ ইউএস ডলারের রপ্তানি চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (৪ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা, এনডিসির উপস্থিতে ইসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসির প্রতিনিধি মি.জাং ঝিলং ব্লান্ডি চুক্তিতে স্বাক্ষর করেন।

বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা এনডিসি বলেন, চীনের এই প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে ৫ লাখ ইউএস ডলারের ইস্টার্ন কেবলস নিয়েছিল। এবার তারা আরও ৪২ লাখ ইউএস ডলারের চুক্তি করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ।

চীন-বাংলাদেশ গভীর বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন-সহযোগী চীন ভবিষ্যতে এ ধরণের রপ্তানিকে আরও বেশি প্রসারিত করবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও তরান্বিত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।