প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্প-এ গাড়ী হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত
প্রকাশন তারিখ
: 2022-01-11
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মণ্ত্রণালয়ের-'দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্পে' ৭৩ ইউনিট মিৎসুবিশি এল-২০০ ডাবল কেবিন পিক-আপ হস্তান্তর অনুষ্ঠান ১১ জানুয়ারী,২০২২ খ্রিঃ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ন,এমপি প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মণ্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মণ্ত্রণালয়ের সচিব জনাব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব বেগম জাকিয়া সুলতানা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি
অনুষ্ঠান শেষে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মণ্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি কে গাড়ীর চাবি হস্তান্তর করেন।
জাকিয়া সুলতানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন।(বিস্তারিত)
চেয়ারম্যান, বিএসইসি
জনাব এম.এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব,চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন।