Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩

ইসিএল ও সিএনটিআইসি এর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সভা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2023-02-18

গত  ১৩/০২/২০২৩ তারিখে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) প্রধান কার্যালয়ে ইষ্টার্ন কেবলস লি. (ইসিএল) ও চীনের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এর সাথে ব্যবসা বৃদ্ধি ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসইসি ও ইসিএল কোম্পানী বোর্ড চেয়ারম্যান জনাব মো: শহীদুল হক ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবুল কালাম আজাদ, সিএনটিআইসি এর প্রতিনিধী Mr. Zhang Zhilong Blandy। সভায় ইসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান যে, জুলাই’২০২২ মাসে সিএনটিআইসি ৪২  লক্ষ ইউএস ডলারের সমমূল্যের ৪০০০ কি.মি. কেবলস ক্রয়ের চুক্তি স্বাক্ষর সম্পাদন করে। ইতোমধ্যে চুক্তি অনুযায়ী প্রথম লটের জন্য ১০.৫০ লক্ষ ইউএস ডলার সমমূল্যের ১০০০ কিমি. কেবলস শিপমেন্ট করা হয়েছে। সিএনটিআইসি এর প্রতিনিধী Mr. Zhang Zhilong Blandy। চুক্তি অনুযায়ী ৪০০০ কি.মি. কেবলস ক্রয়ের পরে আরো ২৭ লক্ষ লক্ষ ইউএস ডলার সমমূল্যের ২৫০০ কিমি কেবলস ক্রয়ের আশ্বাস প্রদান করেন। চেয়ারম্যান বিএসইসি অধিক পরিমাণে কেবলস সংগ্রহে ইসিএল’র সাথে ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের অনুরোধ জনান।  Mr. Zhang Zhilong Blandy। সিএনটিআইসি প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। Mr. Zhang Zhilong Blandy। । বিএসইসি’র আওতাধীন শিল্প প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাষ্ট্রিজ লি. এর সাথে চীনের Beijing Automotive Group Co., Ltd. (BAIC) এর সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনেরও আগ্রহ প্রকাশ করেন। বিএসইসি ও ইসিএল কোম্পানী বোর্ড চেয়ারম্যান জনাব মো: শহীদুল হক ভূঁঞা বিএসইসি’র শিল্প প্রতিষ্ঠানে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশের জন্য Mr. Zhang Zhilong Blandy। ধন্যবাদ জানান। তিনি ইনভেস্ট করা হলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।