Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০১৮

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ
    ২৬৫, টংগী শিল্প এলাকা, গাজীপুর

 

১৯৭৯ সালে বিএসইসি’র সাথে ইংল্যান্ডের মেসার্স উইলকিনসন সোর্ড লিঃ-এর কারিগরী চুক্তির আওতায় এদেশে সোর্ড ব্লেড উৎপাদনের লক্ষ্যে টংগী শিল্প এলাকায় ০.৭২ একর জমির উপর বাংলাদেশ বেস্নড ফ্যাক্টরী লিঃ  (বিবিএফএল)-এর নির্মাণ কাজ ১৯৮০ সালে শুরম্ন হয়। ইরেকশনের কাজ অসম্পূর্ণ রেখে ১৯৮৩ সালে বৃটিশ বিশেষজ্ঞরা লন্ডন ফিরে গেলে কারখানার নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৮৪ সালে বিশেষজ্ঞগণ পুনরায় ফিরে এসে অসমাপ্ত কাজ সমাপ্ত করে ১৯৮৪ সালের সেপ্টেম্বর মাসে কারখানাটি বিএসইসি’র নিকট হস্তান্তর করে। প্রতিষ্ঠানটির সমুদয় শেয়ারের মালিক শিল্প মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার।

বিবিএফএল-এর প্রধান প্রধান কাঁচামাল হচ্ছে বেস্নড স্ট্রীপ, ক্রাইটক্স, প্রিন্টিং কালি ও আইসোপ্রপানল। প্রতিষ্ঠানটি স্টেইনলেস স্টীল সেফটি রেজর বেস্নড উৎপাদন করে থাকে। এর বার্ষিক অর্জনক্ষম উৎপাদন ক্ষমতা ৩৭৫.০০ লক্ষ পিস। মোট ১২৭ জন অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৮৯জন (কর্মকর্তা-১২ জন, কর্মচারী-৩৪ জন ও শ্রমিক-৪৩ জন)।

 

বিবিএফএল-এর বিগত ৫(পাঁচ) বছরের কার্যক্রমের বিবরণ নিম্নে দেওয়া হলঃ-

বিবরণ

অর্থ বছর                          (কোটি টাকা)

২০১২-১৩

২০১৩-১৪

২০১৪-১৫

২০১৫-১৬

২০১৬-১৭

উৎপাদন

৮.১২

৭.৬৫

৬.২১

৫.৩৩

৭.১০

বিক্রয়

৮.৪৮

৭.১৭

৬.০৮

৬.৩৬

৩.৭৪

মুনাফা/ -ক্ষতি (কর পূর্ব)

-০.৩৮

-০.৫০

-০.৬৬

-০.৯০

-২.৫৫

রাস্ট্রীয় কোষাগারে জমা
(ভ্যাট-ট্যাক্স বাবদ)

০.৯২

০.৮৯

০.৬৩

০.৭২

০.৬০

 

কোম্পানী বোর্ড এর পরিচালকমন্ডলী

ক্র: নং

নাম

মনোনীত

পদবি

১।

জনাব 

পরিচালক (অর্থ)

বিএসইসি, ঢাকা।

করপোরেশন কর্তৃক মনোনীত

 

চেয়ারম্যান

২।

জনাব কোংখাম নীলমনি সিংহ,

পরিচালক (বাণিজ্যিক)

বিএসইসি, ঢাকা

করপোরেশন কর্তৃক মনোনীত

 

পরিচালক

২।

বেগম লুৎফুন নাহার বেগম

যুগ্ম-সচিব

শিল্প মন্ত্রণালয়, ঢাকা।

শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত

 

পরিচালক

৩।

ড. মোঃ আমিরুল মমিন

সচিব

বিএসইসি, ঢাকা।

করপোরেশন কর্তৃক মনোনীত

 

পরিচালক

৪।

জনাব মোঃ ওয়াহিদুর রহমান

প্রধান ব্যক্তিপ্রশাসন কর্মকর্তা

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), ঢাকা

করপোরেশন কর্তৃক মনোনীত

 

পরিচালক

৫।

জনাব এম এ আকবর হোসেন

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা,

বিএসইসি, ঢাকা।

করপোরেশন কর্তৃক মনোনীত

১৩.১২.২০১১ হইতে

পরিচালক

৬।

জনাব মোশাররফ শিকদার

৩৪৭, এলিফ্যান্ট রোড,

ডাক ঘর-নিউ মার্কেট,

ঢাকা-১২০৫।

সরকার কর্তৃক মনোনীত

২৩-০৯-০৯ হইতে

পরিচালক

৭।

জনাব নজরুল ইসলাম (নোমান)

টেক্সটাইল ইঞ্জিনিয়ার,

হাউজ-বিরতি, ১/২বি (৪র্থ তলা),

মনেশ্বর রোড, জিগাতলা, ধানমন্ডি,

ঢাকা-১২০৯।

সরকার কর্তৃক মনোনীত

২৩-০৯-০৯ হইতে

পরিচালক

৮।

 

করপোরেশনের অনুরোধক্রমে সোনালী ব্যাংক লিঃ কর্তৃক মনোনীত

পরিচালক

৯।

জনাব মোঃ সাইদুর রহমান

ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ

টঙ্গী, গাজীপুর।

করপোরেশন কর্তৃক মনোনীত

 

পরিচালক