Wellcome to National Portal
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ এপ্রিল ২০১৮

জেনারেল ইলেকট্রিক ম্যানুঃ কোম্পানী লিঃ

জেনারেল ইলেকট্রিক ম্যানুঃ কোং লিঃ

পতেঙ্গা, চট্টগ্রাম

১৯৬৫ সালে যুক্তরাজ্যের মেসার্স A.E (Overseas) Ltd. পরিচালিত সম্ভাব্যতা রিপোর্টের ভিত্তিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নকল্পে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফিডিং প্রতিষ্ঠান হিসেবে জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং কোম্পানী লিঃ (জিইএমকো) প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে রাশিয়ার M/s PROMASH EXPORT এর কারিগরী সহায়তায় ১৯৭০-৭৮ সালে ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, আইসোলেটর, লাইটেনিং এরেস্টার, সুইচ গিয়ার, ইত্যাদি বৈদুতিক বিতরণ সামগ্রী তৈরীর লক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গায় ১২২.০০ একর জমির উপর প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। প্রতিষ্ঠানের সমুদয় শেয়ারের মালিক শিল্প মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার।

জিইএমকো-এর প্রধান প্রধান কাঁচামালগুলো হচ্ছে- সিলিকন স্টীল শীট, রেকটেংগুলার উইন্ডিং কপার ওয়্যার ও মাইকা শীট, যা বিদেশ থেকে আমদানী করা হয়। এছাড়া, উইন্ডিং রাউন্ড কপার ওয়্যার, এমএস পেস্নট, চ্যানেল, ইনস্যুলেটর, রং, ট্রান্সফরমার ওয়েলসহ অন্যান্য পণ্য স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মধ্যে পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ডিসকানেকটর, লাইটেনিং এরেস্টর, ড্রপ আউট ফিউজ, সুইচ গিয়ার, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রম্নভমেন্ট পস্নান্ট, ইত্যাদি। প্রতিষ্ঠানের বার্ষিক অর্জনোক্ষম উৎপাদন ক্ষমতা ১৮৫০ মেঃ টন বা ১৮৭৫টি ২০০ কেভিএ ট্রান্সফরমার (৩-ফেজ)। এটিও ISO-9001:2000 সনদপ্রাপ্ত। মোট ৩৬৭ জন অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ২০৯ জন (কর্মকর্তা-৩২ জন, কর্মচারী-৪২ জন ও শ্রমিক-১৩৫ জন)।

জিইএমকো-এর বিগত ৫(পাঁচ) বছরের কার্যক্রমের বিবরণ নিম্নরূপঃ-

বিবরণ

অর্থ বছর                          (কোটি টাকা)

২০১২-১৩

২০১৩-১৪

২০১৪-১৫

২০১৫-১৬

২০১৬-১৭

উৎপাদন

৩৪.৮৬

৫৫.৯৬

৬০.৪৭

৩৭.৩২

৩২.৩৫

বিক্রয়

৪০.০৬

৬৫.৭৪

৫৫.৭১

৩০.৩০

৪৬.৮৭

মুনাফা/ -ক্ষতি(কর পূর্ব)

-৯.৮৯

-১১.৬৮

-৯.৭১

-১.২২

-০.৫৭

রাস্ট্রীয় কোষাগারে জমা
(ভ্যাট-ট্যাক্স বাবদ)

১.৭১

১.৭১

৮.০৬

৫.২৭

৩.২৪

 

কোম্পানী বোর্ড এর পরিচালকমন্ডলী

ক্র: নং

নাম

মনোনীত

পদবি

১।

 

করপোরেশন কর্তৃক মনোনীত

 

চেয়ারম্যান

২।

জনাব

পরিচালক (অর্থ)

বিএসইসি, ঢাকা।

করপোরেশন কর্তৃক মনোনীত

 

পরিচালক

৩।

জনাব 

পরিচালক (বাণিজ্যিক)

বিএসইসি, ঢাকা

করপোরেশন কর্তৃক মনোনীত

 

পরিচালক

৪।

জনাব কামাল উদ্দিন

পরিচালক (উৎপাদন ও প্রকৌশল)

বিএসইসি, ঢাকা

করপোরেশন কর্তৃক মনোনীত

 

পরিচালক

৫।

জনাব মোঃ মোস্তফা কামাল

সদস্য (পরিঃ ও উন্নঃ),

পাবিবো, ঢাকা

 

পরিচালক

৬।

জনাব মোঃ রমিজ উদ্দিন সরকার

এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লিঃ

ঢাকা

করপোরেশনের অনুরোধক্রমে ডিপিডিসি কর্তৃক মনোনীত 

০৬-০৭-২০১৫ হইতে

 

পরিচালক

৭।

 

 

 

 

শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত

 

পরিচালক

৮।

জনাব মোঃ নূর-উর-রহমান

সদস্য (প্রশাসন)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

ঢাকা

করপোরেশনের অনুরোধক্রমে

পলস্নী বিদ্যুৎ বোর্ড কর্তৃক মনোনীত

 

পরিচালক

৯।

জনাব সুলতান আহমেদ ভূঁইয়া
ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)
জিইএম কোং লিঃ, চট্টগ্রাম।

করপোরেশন কর্তৃক মনোনীত

০২-০৭-২০১৪ হইতে

 

পরিচালক

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon